ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

১ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

হাদিকে গুলির ঘটনায় শেরপুর বারোমারি সীমান্তে দু্ইজন আটক

শাহরিয়ার মিল্টন ,শেরপুর থেকে

প্রকাশ: ২৩:০৭, ১৫ ডিসেম্বর ২০২৫

হাদিকে গুলির ঘটনায় শেরপুর বারোমারি সীমান্তে দু্ইজন আটক

ছবি :সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধের ঘটনায় সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় সোমবার শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বারোমারি সীমান্ত থেকে অবৈধভাবে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের ২ সহযোগী বেঞ্জামিন চিড়ান ও  সীশলকে আটক করেছে বিজিবি। ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফট্যানেন্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম এই তথ্য নিশ্চিত করেন।

সোমবার বিকেলে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) বারোমারি বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকা থেকে অবৈধভাবে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের মামাশ্বশুর বেঞ্জামিন চিড়ান (৪৫) এবং ফিলিপের ঘনিষ্ঠ বন্ধু সীশল (২৮)-কে আটক করতে সক্ষম হয়। এর আগে ফিলিপের স্ত্রী ডেলটা চিড়ান, শ্বশুর ইয়ারসন রংডি এবং আরেক সহযোগী লুইস লেংমিঞ্জাকে আটক করে পুলিশের সোপর্দ করে বিজিবি।

এর আগে ময়মনসিংহের ৩৯ বিজিবির সেক্টর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় ওসমান হাদির ওপর গুলিবর্ষণের পর অভিযুক্তদের পালানো ঠেকাতে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ৩৯ বিজিবির অধীন সীমান্তের সম্ভাব্য রাস্তাঘাটগুলো চিহ্নিত করে টহল বৃদ্ধি ও চেকপোস্ট বসানো হয়। পরদিন শনিবার পুলিশ ও বিজিবির যৌথ অভিযানের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে নালিতাবাড়ী উপজেলার বারমারী বটতলা খ্রিষ্টান মিশন সংলগ্ন আন্দারুপাড়া থেকে সীমান্ত পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগী বেঞ্জামিন চিরান (৪৫) ও চিসল নেংমিনজাকে (২৮) আটক করা হয়।
 

আরও পড়ুন