প্র্রতিনিধি
প্রকাশ: ২৩:৩৮, ১৩ ডিসেম্বর ২০২৫
ছবি :সংগৃহীত
খুলনা নগরীর জোড়াগেট এলাকায় অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় জোড়াগেট এলাকার এইচআরসি ভবনের পাশের একটি গলিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ যন্ত্রাংশ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ওই কারখানায় অভিযান চালায়। অভিযানে অস্ত্র তৈরির সাচ, সীসা, ট্রিগার, ট্রিগার গার্ডসহ প্রায় ৩০ থেকে ৩৫টি আগ্নেয়াস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কারখানার মালিকসহ মোট চারজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন— কারখানার মালিক মো. নজরুল ইসলাম এবং কর্মচারী আকবর আলী, শহিদুল ইসলাম ও পিকলু। পুলিশ জানায়, কারখানায় অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হলেও ফিনিশিং ও সংযোজনের কাজ হতো অন্য স্থানে। সেই স্থানগুলোর সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ডিবি পুলিশের কাছে আগেই তথ্য ছিল এখানে অস্ত্র তৈরির সরঞ্জাম রয়েছে। অভিযানে তার সত্যতাও পাওয়া গেছে। এটি কেএমপির জন্য একটি বড় অর্জন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, সম্প্রতি মহানগর এলাকায় অস্ত্রের ব্যবহার বেড়েছে। নগরের ভেতরে অস্ত্র তৈরির কারখানা থাকা মানেই এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং কোথাও অন্য কোনো কারখানা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, এখানে দীর্ঘদিন ধরে অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি হচ্ছিল। ট্রিগার, ট্রিগার গার্ডসহ ঢালাই করা অংশগুলো এই কারখানায় বানানো হতো। এর আগেও এখান থেকে খুলনা ও আশপাশের বিভিন্ন জেলায় অস্ত্র সরবরাহ করা হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে।
পুলিশ বলছে, পুরো নেটওয়ার্ক শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।