ঢাকা, রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫

৩০ অগ্রাহায়ণ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭

দেশের সব নির্বাচন অফিসের নিরাপত্তা জোরদারে ইসির চিঠি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩:২১, ১৩ ডিসেম্বর ২০২৫

দেশের সব নির্বাচন অফিসের নিরাপত্তা জোরদারে ইসির চিঠি

ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পরপরই লক্ষ্মীপুরের জেলা নির্বাচন অফিস ও পিরোজপুরের মঠবাড়িয়ার দুটি নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে সারা দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা শাখা থেকে মহাপুলিশ পরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্টদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার পরদিনই ঢাকায় একজন সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার এবং নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে সাংবিধানিক সংস্থাটি নিরাপত্তা জোরদারের এই উদ্যোগ নিল।

চিঠিতে দেশের সব আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস, উপজেলা/থানা নির্বাচন অফিসে গুরুত্বপূর্ণ নথি ও নির্বাচনি সরঞ্জাম সংরক্ষিত থাকার কথা জানানো হয়। এতে বলা হয়, সরঞ্জামসহ আঞ্চলিক, জেলা, উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েনের জন্য ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

শুধু তাই নয়, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা রিটার্নিং অফিসারদের জন্য ‘গানম্যান’ নিয়োগ এবং অন্য রিটার্নিং অফিসারদের নিরাপত্তা বাড়ানোর কথাও বলা হয়েছে ইসির চিঠিতে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা থাকছেন।

রাজধানীর আগারগাঁওয়ের ইসি সচিবালয়, ১০টি আঞ্চলিক নির্বাচন অফিস, ৬৪ জেলা নির্বাচন অফিস ও ৫২২টি উপজেলা/থানা নির্বাচন অফিস রয়েছে।

নিরাপত্তা জোরদারের নির্দেশনার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বরাষ্ট্র সচিব, মহাপুলিশ পরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে শুক্রবার ও শনিবার আলাপ সেরেছেন ইসি সচিব আখতার আহমেদ।

আরও পড়ুন