ঢাকা, রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫

৩০ অগ্রাহায়ণ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭

হাদির উপর হামলা : সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি  

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২:৩৪, ১৩ ডিসেম্বর ২০২৫

হাদির উপর হামলা : সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি  

ছবি :সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীদের ধরতে সীমান্তে কঠোর নজরদারি করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অবৈধ পারাপার রোধে সীমান্তে তল্লাশি ও টহল জোরদার করা হয়েছে।

সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হাদির ওপর হামলাকারীরা যাতে কোনোভাবেই সীমান্ত পার না হতে পারে, সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

হিলি :
ওসমান হাদির ওপর গুলি বর্ষণকারী যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য দিনাজপুরের হিলি সীমান্তজুড়ে বিজিবি বাড়তি সতর্কতা জারি করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।
তিনি জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সম্ভাব্য সব প্রবেশ ও বহির্গমন পয়েন্টে অতিরিক্ত বিজিবি পোস্ট স্থাপন করা হয়েছে এবং জনবল বৃদ্ধি করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা ও আশপাশে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। কাউকে সন্দেহ হলেই কঠোরভাবে তল্লাশি করা হচ্ছে।

লালমনিরহাট :
 লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ চেকপোস্ট স্থাপন করে ২৪ ঘণ্টাব্যাপী সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, ‘অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি স্পর্শকাতর স্থানগুলো চিহ্নিত করে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ফেনী :
ফেনী সীমান্তে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়ান ব্যাপক তল্লাশি ও টহল জোরদার করেছে। শুক্রবার রাত থেকেই সীমান্তে ব্যাপক তল্লাশি কার্যক্রম ও টহল জোরদার করা হয়। বিজিবি-পুলিশ বেশ কয়েকটি স্থানে যৌথ চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্তে যেকোনো অপরাধ, অনুপ্রবেশ, নিয়মবহির্ভূতভাবে সীমান্ত অতিক্রম রোধে বিজিবি সর্বদা সতর্ক আছে।

সুনামগঞ্জ :
 সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী সড়কে শনিবার থেকে বিজিবির তল্লাশি ও টহল কার্যক্রম বিশেষভাবে জোরদার করা হয়েছে। বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এছাড়াও যেসব এলাকা দিয়ে সম্ভাব্য ক্রসিং বা রিক্রসিংয়ের ঝুঁকি রয়েছে, সেসব গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

মৌলভীবাজার :
ওসমান হাদীর ওপর গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যেন সীমান্ত কিংবা সীমান্ত এলাকা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে সেজন্য শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়ার সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (শ্রীমঙ্গল ব্যাটালিয়ন-বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া। তিনি বলেন, ‘ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর থেকে ৪৬ বিজিবি অধীনস্থ মৌলভীবাজারের তিন উপজেলার সকল বিওপি বা বিজিবি সীমান্ত ফাঁড়ি হতে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সাথে সম্ভাব্য পলায়ন ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় সংখ্যক বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

 শেরপুর :
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা চেকপোস্ট স্থাপনসহ বিশেষ টহল, তল্লাশি অভিযান ও নিরাপত্তা তৎপরতা জোরদার করেছে।
বিজিবি সুত্র জানায়, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ঢাকা- ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদী অজ্ঞাত আততায়ী সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবির সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী বিভিন্ন যাতায়াতের পথে এবং গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলি বর্ষনের যে ঘটনাটি ঘটেছে সেই আততায়ী যেন সীমান্ত পথ পাড়ি দিয়ে কোথাও পালিয়ে যেতে না পারে সেই লক্ষ্যে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করছে। একই সঙ্গে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া, এই টহল বৃদ্ধি ও চেকপোস্ট স্থাপন কার্যক্রমের মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারী বৃদ্ধি, সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ, অনুপ্রবেশ প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের সহযোগিতার মাধ্যমেও সীমান্তে নজরদারী করা হচ্ছে।

এ বিষয়ে ময়মনসিংহের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরো জানান, পরিস্থিতি বিবেচনায় এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 কুমিল্লা:

হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার পর গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে পুরো কুমিল্লা সীমান্তজুড়ে টহল জোরদার রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেখানে অতিরিক্ত নজরদারির পাশাপাশি ফোর্স বাড়ানো হয়েছে।

 কুমিল্লার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গোলাবাড়ি, বিবিরবাজার, বৌয়ারা বাজার ও চৌদ্দগ্রামের আমানগড় এলাকায় বিজিবি সদস্যদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিবিরবাজার এলাকার স্থানীয় বাসিন্দা আবু হাশেম বলেন, ঢাকায় গুলির ঘটনার পর শুক্রবার ও শনিবার সীমান্ত অনেকটা গরম। বিজিবি চেকপোস্ট বাড়িয়েছে। যাকে পাচ্ছে তাকেই তল্লাশি করছে।

গোলাবাড়ি এলাকার কৃষক আবুল মনসুর বলেন, সীমান্তে বিজিবির গাড়ির টহল আগের চেয়ে অনেক বেড়েছে। কেন টহল বাড়ছে- এমন প্রশ্নে তিনি বলেন, শুনছি ঢাকায় গোলাগুলি হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে- এই জন্যই টহল বাড়ানো হয়েছে।

কুমিল্লা সীমান্তের বিভিন্ন পোস্টে দায়িত্বরত বিজিবি কর্মকর্তারা জানান, ঢাকায় ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার পর কুমিল্লা-১০ বিজিবি থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই সীমান্ত ফাঁকি দিয়ে কেউ পার হতে না পারে।

কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, বলা যায় আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে। যেসব দুর্বৃত্ত সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করবে, তারা ভুল করবে। বিভিন্ন পয়েন্টে বিজিবির দ্বিগুণ সদস্য নিয়মিত টহল দিচ্ছে ।
 
ব্রাহ্মণবাড়িয়া :

হামলাকারীদের কেউ যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাত থেকে আজ শনিবার পর্যন্ত সীমান্তে টহল কার্যক্রম জোরদার করেছে বিজিবি সদস্যরা।

ব্রাহ্মণবাড়িয়া ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ২৫ বিজিবির দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর এবং হবিগঞ্জের ধর্মঘর সীমান্তে টহল কার্যক্রম স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ করা হয়েছে। 

যশোর  ও বেনাপোল :

 ওসমান হাদির ওপর নৃশংস হামলা ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যশোরের বেনাপোল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন