ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯:৪৩, ১৩ ডিসেম্বর ২০২৫
ফাইল ছবি:নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা ও লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে আগুনের ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি বলছে, দুটি ঘটনাই তদন্তধীন। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে দেখুক, কে বা কারা এসব ঘটনার সঙ্গে জড়িত।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানিয়েছেন।
রহমানেল মাছউদ বলেন, কমিশন এই মুহূর্তে সমস্ত সিচুয়েশন অবজার্ভ করছে। এই স্পেসিফিক ঘটনা একটা তদন্তধীন ব্যাপার। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে দেখুক, কে বা কারা জড়িত ছিল।
আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, আপনারা (সাংবাদিক) হয়তো এইটা মনে করবেন যে, যেহেতু তফসিলের পরপরই গুলির ঘটনা ঘটেছে এবং উনি একজন সম্ভাব্য প্রার্থী; কাজেই এটা হয়তোবা নির্বাচনের পরিবেশকে বা নির্বাচনকে ভণ্ডুল করার একটা প্রচেষ্টা হতে পারে। এটা আপনাদের মত। কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে এখন কোনো কিছু বলব না। আমরা বলব, তদন্ত করে দেখা হোক। কে বা কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল। এটা যদি বের হয়, তাহলেই আমরা আমাদের প্রতিক্রিয়া বলব।
এ নির্বাচন কমিশনার বলেন, আর সাধারণভাবে যদি প্রতিক্রিয়া জানতে চান, আমরা আপাতত এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনাই বলতে পারি।
তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে যদি নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়, তাহলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া কঠিন হবে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে হবে।