ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০২:৪৩, ১৫ ডিসেম্বর ২০২৫

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগ

ছবি -বাংলার চোখ

ঝালকাঠির সদর উপজেলায় গাভরামচন্দ্রপুর এলাকায় গাছ কেটে নিয়ে পারিবারিক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায়  রবিবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য তানিয়া আক্তার মিম নামের এক তরুনী। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর  ইউনিয়নের বড় একসাড়াপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, একই এলাকার কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ওই জমির পুরোনো গাছ কেটে ফেলে নতুন ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছে।

আইটি কোম্পানিতে কর্মরত ভুক্তভোগী তানিয়া আক্তার মিম দাবি করেন, তারা এ বিষয়ে একাধিকবার স্থানীয়ভাবে আপত্তি জানালেও অভিযুক্তরা তা উপেক্ষা করে দখল কার্যক্রম চালিয়ে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গত ১০ ডিসেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে প্রশাসনের সিদ্ধান্তে উক্ত জমির ওপর ১৪৪ ধারা জারির প্রস্তুতি নেয়া হয়েছে। 

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে তাদের পরিবার ও নিকট আত্মীয়দের বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ দেওয়া হচ্ছে। এতে তারা নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ জানিয়েছে, তিনি একটি সাধারন ডায়েরী করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। উভয় পক্ষকে আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
 

আরও পড়ুন