ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জের বিভিষণ সীমান্তে ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৯, ১৫ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের বিভিষণ সীমান্তে ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

ছবি -বাংলার চোখ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত এলাকা দিয়ে শিশু, নারী ও পুরুষসহ মোট ১৫ জনকে পুশইন করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফ। রবিবার (১৪ ডিসেম্বর) খুব ভোরে তাদেরকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। পরে ১৬ বিজিবি ব্যাটালিয়নের বিভিষন বিওপির টহল দল তাদের আটক করে। বিভিষণ বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, ভোরে বিএসএফ এই সীমান্ত দিয়ে ১৫ জন বাংলাদেশী নাগরিককে পুশইন করে। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু রয়েছে। তারা ঢাকা, খুলনা, যশোর ও নড়াইল জেলার অধিবাসী। দীর্ঘ দুই বছর আগে তারা বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে প্রবেশ করেছিলেন। বিএসএফ সদস্যরা তাদের ভোরে বাংলাদেশে পুশইন করে। তবে আটককৃতদের নাম-ঠিকানা যাচাই বাছাই শেষে তাদেরকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

আরও পড়ুন