ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

রাঙামাটিতে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আলমগীর মানিক,রাঙামাটি থেকে

প্রকাশ: ০২:২৮, ১৫ ডিসেম্বর ২০২৫

রাঙামাটিতে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ছবি -বাংলার চোখ

শীত মৌসুমে সুবিধাবঞ্চিত, গরীব ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙামাটি শহরের উত্তর ফরেস্ট কলোনি, বনরুপায় অবস্থিত তাহফীজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় বাংলাদেশ সেনাবাহিনী (রাঙামাটি সদর জোন)-এর উদ্যোগে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় আয়োজিত এই মানবিক সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি। তিনি শীতবস্ত্র ও কার্পেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রমজান উদ্দিন এবং আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা রহমত উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও এতিম শিশুদের জন্য শীতবস্ত্র একটি বড় প্রয়োজন। বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ শিশুদের কষ্ট লাঘবের পাশাপাশি সমাজে মানবিকতা ও দায়িত্ববোধের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিতভাবে মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষায় নয়, মানবসেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
 

আরও পড়ুন