মো: মুজিবুর রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৭, ১৫ ডিসেম্বর ২০২৫
ছবি :সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কৃতি সন্তান মোঃ হাবিবুর রহমান হাবিব জাতীয় পর্যায়ে অর্জন করলেন বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৫ । সারা দেশের সেরা ১৫ জন স্বেচ্ছাসেবকের মধ্যে তিনি 'দ্বিতীয় স্থান' অর্জন করেছেন তিনি। হাবিব ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের জগথা মহল্লার সালাউদ্দিনের ছেলে।
জানা গেছে, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস 'ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ডে ২০২৫' উপলক্ষে ভিএসও বাংলাদেশ আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. শেখ মোঃ জোবায়েদ হোসেন বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় ভিএসও বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর মোঃ কামাল হোসেন, ন্যাশনাল ইয়ুথ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ডা. মোঃ আরমান হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান হাবিব জানান, শৈশব থেকেই মানবসেবার প্রতি প্রবল আগ্রহ তাকে স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত করে। মাধ্যমিক পর্যায়ে স্কাউটে যোগদান থেকেই তার স্বেচ্ছাসেবামূলক যাত্রা শুরু। পরবর্তীতে ২০১৬ সালে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত অবস্থায় স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন “ল্যাম্পপোস্ট” এর সাথে যুক্ত হন এবং এখান থেকেই তার সংগঠনিক পথচলা আরও বিস্তৃত হয়।
হাবিব একশনএইড বাংলাদেশ-এর বিএফআই প্রকল্পে সীমান্তবর্তী এলাকার আদিবাসী, দলিত ও হরিজন যুবদের নিয়ে সরাসরি কাজ করেন। প্রকল্প শেষে যুবদের নিয়ে গঠন করেন “ল্যাম্পপোস্ট ইয়ুথ ফোরাম”। এরপর তিনি ৬ নং পীরগঞ্জ ইউনিয়নের যুবদের নিয়ে প্রতিষ্ঠা করেন “সূর্যপুরি যুবফোরাম, পাঠাগার ও বিজ্ঞান ক্লাব”। ২০১৮ সালে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর ‘প্রোমোট’ প্রকল্পে উপজেলা স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেন। তার নেতৃত্বে পীরগঞ্জ উপজেলার ৬ শতাধিক যুবক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ, জীবন দক্ষতা প্রশিক্ষণ ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ পান।
২০১৯ সালে তিনি গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ (জিপিবি) এবং ‘পরিবর্তন চাই’-এর স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হন। ২০২০ সালে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন 'আইওইউএনভি (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব ইউনাইটেড নেশন ভলান্টিয়ার)'-এর রংপুর বিভাগীয় প্রধানের দায়িত্ব নেন। হাবিবুর রহমান পীরগঞ্জে ইএসডিও’র সহায়তায় ৬টি স্বেচ্ছাসেবী সংগঠন, ১১টি কিশোর-কিশোরী ক্লাব ও ৫টি লাইব্রেরি স্থাপন করেন, যা এখনও সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। কোভিড-১৯ মহামারির কঠিন সময়ে তার নেতৃত্বে সংগঠনগুলো খাদ্য সহায়তা, চিকিৎসা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ রোধ, বিনামূল্যে চক্ষু চিকিৎসা, মাস্ক ও স্যানিটাইজার বিতরণসহ বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মানবিক কাজের আরেকটি বড় দৃষ্টান্ত হিসেবে তিনি ২৪১ জন শিশুশ্রমিককে স্কুলমুখী করতে সক্ষম হন। পরিবেশ সুরক্ষায় প্রতি বছর দুই হাজার বৃক্ষরোপণ ও বিতরণ করেন। পাশাপাশি শীতার্তদের মাঝে প্রতি বছর শীতবস্ত্র বিতরণসহ দুর্যোগকালীন নানা উদ্যোগে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন।
বর্তমানে তিনি ন্যাশনাল ইয়ুথ ফোরাম এর রংপুর বিভাগের সাধারণ সম্পাদক, সূর্যপুরি যুবফোরাম, পাঠাগার ও বিজ্ঞান ক্লাবের সভাপতি, বাংলাদেশ স্কাউটস-এর ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডপ্রাপ্ত রোভার, ভিএসও’র বিভাগীয় পর্যায়ের ন্যাশনাল অ্যাওয়ার্ডপ্রাপ্ত, ইএসডিও’র স্বেচ্ছাসেবক, ল্যাম্পপোস্ট সংগঠনের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় পর্যায়ে “বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৫”-এ দ্বিতীয় স্থান অর্জন করে পীরগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের মানুষের গর্ব বৃদ্ধি করেছেন হাবিব। তার এই সাফল্যকে এলাকাবাসী ‘অভিনন্দনযোগ্য ও অনুকরণীয়’ হিসেবে দেখছেন স্থানীয় সুশীল সমাজ।