ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

হোমনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা থেকে

প্রকাশ: ০২:৪৯, ১৫ ডিসেম্বর ২০২৫

হোমনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ছবি -বাংলার চোখ

মহান মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে কুমিল্লার হোমনা উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে  উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন ও মো. হুমায়ুন কবীর, প্রভাষক মো. ফেরদৌস মিয়া, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, আবদুল হক সরকার ও মো. কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চালিয়ে স্বাধীন বাংলাদেশকে নেতৃত্বশূন্য ও মেধাশূন্য করার অপচেষ্টা করা হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ কখনো ভোলার নয়। তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন