টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২৩:২২, ৯ ডিসেম্বর ২০২৫
ছবি -বাংলার চোখ
টাঙ্গাইলের মধুপুরে র্যাবের অভিযানে ১২৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারী গ্রেফতার হয়েছে। তার নাম মোঃ নজরুল ইসলাম (৩৪)। সে মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের জুব্বার আলীর ছেলে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর রাতে মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ।
সকালে টাঙ্গাইল র্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে সিপিসি-৩, র্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার মেজর কাওছার বাঁধন জানান, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক কারবারীরা টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন অরণখোলা এলাকায় বিপুল পরিমাণে অবৈধ মাদক দ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে কেনাবেচা করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে মঙ্গলব্রা (৯ ডিসেম্বর) ভোর রাতে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের একটি চৌকস আভিধানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন সময়ে মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের জুব্বার আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম এর বাড়ির মধ্যে থেকে ট্রাংকে লুকায়িত অবস্থায় ১১৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে সে তার সহযোগী মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের বাসিন্দা মোঃ স্বপন মিয়া (২৯), পিতা-মহর আলী এর বাড়িতেও অবৈধ মাদক দ্রব্য গাঁজা রক্ষিত আছে বলে জানায়। এ সময় ধৃত আসামী এবং উপস্থিত সাক্ষী সহ অভিযানিক দলটি মোঃ স্বপন মিয়ার বাড়িতে গমন করলে পূর্বেই র্যাবের অবস্থান টের পেয়ে মাদক কারবারী মোঃ স্বপন মিয়া এবং তার স্ত্রী মোছাঃ জেসমিন (২৭) বাড়ি থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে সাক্ষীদের সামনে বাড়ি তল্লাশি করে ১৩ কেজি ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাজা উদ্ধার করা হয়। উক্ত অভিযানে সর্বমোট ১২৭ কেজি ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য আটত্রিশ লক্ষ ষোল হাজার টাকা।
ধৃত মোঃ নজরুল ইসলাম এবং পলাতক আসামী মোঃ স্বপন মিয়া ও মোছাঃ জেসমিন এর নামে মামলার দায়ের পূর্বক জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য মধুপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।