ঢাকা, রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

২৩ অগ্রাহায়ণ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল উদ্ধার, যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০০:৩৭, ২ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল উদ্ধার, যুবক আটক

ছবি -বাংলার চোখ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) বিকালে এই অভিযান পরিচালনা করে নবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। অভিযানে আমেরিকার তৈরী ১টি ৭.৬৫ বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়। আটক করা হয় এক যুবককে।

আটক যুবক জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকার পারচৌকা গ্রামের মৃত আল মামুনের ছেলে রয়েল হাসান অরণ্য (৩৫)।

এ বিষয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন আকন্দ জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচরে মহানন্দা ব্রীজ সংলগ্ন টোলে সোমবার বিকাল সাড়ে ৪টায় শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে ্আসা একটি সিএনজি গাড়ীকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় সিএনজির যাত্রী অরণ্যর দেহ তল্লাশী করলে তার কাছ থেকে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। আটক যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন