স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০:০৭, ১৩ ডিসেম্বর ২০২৫
ছবি :সংগৃহীত
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নৈপুণ্য দেখালেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। তাদের বিশাল জুটিতেই জয়ের ভিত গড়ে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শেষদিকে ব্যাটিংয়ে কিছুটা ছন্নছাড়া ভাব দেখা গেলেও আফগানিস্তানকে হারিয়েই মাঠ ছাড়ে লাল সবুজরা। তাতে একটি রেকর্ডেও নাম লেখায় যুবারা। তবে আক্ষেপ রয়ে গেল কেবল আবরারের সেঞ্চুরি মিসের।
দুবাইয়ে শনিবার (১৩ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ২৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে লাল সবুজরা। দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস খেলে আউট হন আবরার।
রান তাড়ায় নেমে এদিন শুরুতে বড় জুটি গড়ে তোলেন আবরার ও রিফাত। ২৭তম ওভারে রিফাত আউট হওয়ার আগে দুজনের জুটিতে আসে ১৫১ রান। ৬৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬২ রান করে বাউন্ডারিতে ধরা পড়েন রিফাত। তার কিছুক্ষণ পর সাজঘরের পথ ধরেন আবরারও। ১১২ বলে ৯ চার ও ৬ ছক্কায় ৯৬ রানে থামে তার ইনিংস। দুজনের বিদায়ের পর কালাম সিদ্দিকীকে নিয়ে ক্রিজ আঁকড়ে ধরেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তারা ধীরে ধীরে দলকে নিয়ে যান জয়ের পথে। ৪৩তম ওভারে গিয়ে কালাম আউট হলে ভাঙে তাদের ৬৬ রানের জুটি। ৩৬ বলে ৫ চারের মারে ২৯ রান করেন কালাম। অন্যদিকে ক্রিজের আধিপত্য নেয়া তামিম ফেরেন ব্যক্তিগত ৪৭ রানের ইনিংসে। ৪৮ বলে ৩ ছক্কা ও ২ চারে সাজানো ছিল তার ইনিংসটি।
দলের জয়ের জন্য তখন দরকার ছিল ৩৩ বলে ৩৫ রান, হাতে ৬ উইকেট। কিন্তু ৪৭তম ওভারে পরপর দুই রান আউটে হঠাৎ করে চাপে পড়ে যায় লাল সবুজরা। মোহাম্মদ আব্দুল্লাহ (২) ও সামিউন বশিরের (১) বিদায়ের পর অবশ্য শেখ পারভেজ জীবনকে নিয়ে বাকি কাজটা সেরে নেন রিজান হোসেন। যদিও জয়ের জন্য ১ রান বাকি থাকতে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন জীবন। রিজান ১৩ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। জীবন ৭ বলে ১৩ রান করেন। আফগানদের পক্ষে ৪৮ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন রুহুউল্লাহ আরব।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ফয়সাল শিনোজাদার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান সংগ্রহ করে আফগানিস্তানের যুবারা। ফয়সাল ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করেন। এছাড়া উজাইরউল্লাহ নিয়াজাই ৪৪ ও ওসমান সাদাত ৩৪ রান করেন। শেষদিকে আজিজউল্লাহ মিয়াখিল ৩৬ বলে ৩৮ আর আব্দুল আজিজ ১৬ বলে ২৬ রানে অপরাজিত থেকে দলের সংগ্রহ বড় করেন। যদিও বাংলাদেশি ব্যাটারদের জন্য বাধা হতে পারেনি আফগানদের পুঁজিটা।
যুবা টাইগারদের হয়ে ২টি করে উইকেট তুলে নেন ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার ইমন। এছাড়া ১টি করে উইকেট নেন সাদ ইসলাম, সামিউন বশির ও রিজান হোসেন।
এদিকে এ জয়ে একটি রেকর্ডেও নাম লেখায় টাইগার যুবারা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ইতিহাসে এটি সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৬৮ রান তাড়া করে রেকর্ডটি দখলে নিয়েছিল নেপাল।
৮ দলের চলমান এ টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশি যুবাদের পরের প্রতিপক্ষ নেপাল। আগামী ১৫ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে লাল সবুজরা। গ্রুপে অপর প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ১৭ ডিসেম্বর।
এশিয়া কাপ মিশন শেষে আগামী জানুয়ারিতে জিম্বাবুয়ের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেবে আজিজুল হাকিম তামিমের দল।