স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০০:২১, ১৮ ডিসেম্বর ২০২৫
ছবি :সংগৃহীত
টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যুব এশিয়া কাপের শেষ চারে পা রাখলো বাংলাদেশ। ফাইনাল নিশ্চিতের মিশনে লাল সবুজদের প্রতিপক্ষ পাকিস্তান।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বুধবার (১৭ ডিসেম্বর) ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৯ রানের ব্যবধানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। ২২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইমন-শাহরিয়ারে তোপে ৪৯.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৮৬ রানে থামে লঙ্কানরা। লাল সবুজদের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ।
আফগানিস্তান ও নেপালকে হারিয়ে আগেই ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছিল টাইগার যুবারা। সমান দুই জয় ছিল শ্রীলঙ্কারও। তাই শেষ ম্যাচটি দুদলের জন্য পরিণত হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের। যা নির্ধারণ করতো শেষ চারের প্রতিপক্ষও। সবগুলো ম্যাচ জিতে ভারত ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন আর ৪ পয়েন্ট নিয়ে একই গ্রুপে দ্বিতীয় পাকিস্তান। নিয়ম অনুযায়ী, এক গ্রুপের চ্যাম্পিয়ন অন্য গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে সেমিফাইনালে লড়বে। শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় তাই পাকিস্তানকে শেষ চারের প্রতিপক্ষ হিসেবে পেলো লাল সবুজরা।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২২৫ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন জাওয়াদ আবরার। ৩৬ বলে ৪ ছক্কা ও ৪ চারের মারে সাজানো ছিল তার ইনিংসটি। এছাড়া রিফাত বেগ ৩৬, কালাম সিদ্দিকী ৩২ আর আজিজুল হাকিম ও ফরিদ হাসান সমান ২৯ রানের ইনিংস খেলেন। ৩৮ রান খরচায় ৪ উইকেট নিয়ে লঙ্কানদের সবচেয়ে সফল বোলার কাবিজা গামাগে।
লক্ষ্য বড় না হলেও শুরু থেকেই টাইগার বোলারদের চ্যালেঞ্জের মুখে পড়ে লঙ্কানরা। ৪৪ রানের মধ্যেই শুরুর ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে পড়ে তারা। মিডল অর্ডারে চামিকা হিনাতিগালা হাল ধরার চেষ্টা করলেও তাকে স্থায়ী হতে দেননি শাহরিয়ার। ৬৭ বলে ১ চারের মারে ৪১ রান করে বোল্ড হন তিনি। ১২৬ রানের মধ্যে ৮ উইকেট তুলে জয়ও প্রায় নিশ্চিত করে ফেলে ইমন- বশিররা। তবে নবম উইকেটে প্রতিরোধ গড়ে হারের ব্যবধান কমান আদম হিলমি ও রসিথ নিমসারা।
৩৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৯ রান করে হিলমি বিদায় নিলে ভাঙে তাদের ৫৬ রানের জুটি। শেষ ওভারে ২৫ বলে ১২ রান করা নিমসারাও আউট হলে থামে লঙ্কানদের ইনিংস।
আগামী ১৯ ডিসেম্বর সকাল ১১টায় ফাইনাল নিশ্চিতের মিশনে দুবাইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।