ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

৩ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

অস্কারে শর্টলিস্টে জায়গা পেল না বাংলাদেশের সিনেমা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০০:৩৭, ১৮ ডিসেম্বর ২০২৫

অস্কারে শর্টলিস্টে জায়গা পেল না বাংলাদেশের সিনেমা

ছবি :সংগৃহীত

অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেতে আবারও ব্যর্থ হলো বাংলাদেশের চলচ্চিত্র। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের ১৫ সিনেমার শর্টলিস্টে নেই বাংলাদেশ থেকে পাঠানো ‘বাড়ির নাম শাহানা’। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে তালিকাটি প্রকাশ করে।

এবার বাংলাদেশসহ ৮৬টি দেশের সিনেমা এই বিভাগে বিবেচিত হয়। এর মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়াসহ ১৫ দেশের সিনেমা সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়। এখান থেকে চূড়ান্ত মনোনয়নের জন্য নির্বাচিত হবে ৫টি চলচ্চিত্র।

লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। নব্বই দশকের প্রেক্ষাপটে গড়ে ওঠা সিনেমাটি একজন নারীর দমন-পীড়নের বিরুদ্ধে লড়াইয়ের গল্প তুলে ধরে। এটি ছিল অস্কারে বাংলাদেশের হয়ে পাঠানো প্রথম নারী পরিচালকের কাজ। সিনেমাটি আগে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে পুরস্কারও পেয়েছে।

চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে ২০২৬ সালের ২২ জানুয়ারি। আগামী ১৫ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে অস্কারের মূল আয়োজন।

আরও পড়ুন