ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

৩ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

দিনটি আমার কাছে সত্যিই ভীষণ স্পেশাল: শাবনূর

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:৪৯, ১৮ ডিসেম্বর ২০২৫

দিনটি আমার কাছে সত্যিই ভীষণ স্পেশাল: শাবনূর

শাবনূর। ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশক ঢাকাই সিনেমার ইতিহাসে পরিচিত মুখ ছিলেন শাবনূর। কোটি মানুষের হৃদয়ের নায়িকা তিনি। বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে সরে আছেন এই অভিনেত্রী। তারপরেও জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি তার।

বুধবার (১৭ ডিসেম্বর) এই নায়িকার জন্মদিন। জন্মদিনে অভিনেত্রী বিশেষ বার্তা দিয়েছেন নিজের ফেসবুকে। একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে ছেলে আর এক সময়ের অভিনেতা অমিত হাসানের সঙ্গে জন্মদিনের কেক কাটছেন তিনি।

ক্যাপশনে তিনি লিখেছেন, আজ আমার জন্মদিন। দিনটি আমার কাছে সত্যিই ভীষণ স্পেশাল! জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে, ফোনে, মেসেজে যে অগাধ ভালোবাসা ও অসংখ্য শুভেচ্ছা পাচ্ছি তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। একজন অভিনেত্রী হিসেবে আমার অগণিত ভক্ত-শ্রোতা, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও অনুপ্রেরণা।

নায়িকা আরও বললেন, সবার দোয়া আর ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল করে তোলে, আরও ভালো কাজ করার শক্তি জোগায়। আপনাদের পাশে পাওয়াটা আমার জন্য আশীর্বাদ। হৃদয়ের গভীর থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সবসময় পাশে থাকবেন, দোয়ায় রাখবেন।

১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোরে জন্মগ্রহণ করেন শাবনূর। তার পর্দার পেছনের নাম নূপুর। প্রথম চলচ্চিত্র ছিল পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’। ১৯৯৩ সালের ১৫ অক্টোবর ‘চাঁদনী রাতে’ মুক্তি পায়। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ ছবিটি দিয়ে অভিনয়ে নিয়মিত হন।

সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে এই নায়িকা ১৪টি ছবি করেন। সালমান শাহ ছাড়াও ওমর সানী, রিয়াজ, ফেরদৌস, অমিত হাসান, আমিন খান ও বাপ্পারাজের সঙ্গে অভিনয় করেও সফলতা পান শাবনূর।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয় করার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

আরও পড়ুন