ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

৩ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত প্রার্থী বুলবুলের মনোননয়নপত্র সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১:৩০, ১৮ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত প্রার্থী বুলবুলের মনোননয়নপত্র সংগ্রহ

ছবি -বাংলার চোখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনের মধ্যে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের প্রার্থীতার জন্য রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় তার সাথে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ অধ্যাপক আলহাজ¦ মো. লতিফুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা সাবেক মেয়র অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেল, এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন উত্তোলনের পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রত্যাশ্যা করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন