ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

৩ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

লন্ডনের আলোচনা সভায়

আমি পরিকল্পনার মধ্যে আছি, স্বপ্নের মধ্যে নেই: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮:২৬, ১৭ ডিসেম্বর ২০২৫

আমি পরিকল্পনার মধ্যে আছি, স্বপ্নের মধ্যে নেই: তারেক রহমান

লন্ডনের আলোচনা সভায় তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার নিজে তার দেশে ফেরার তারিখ উল্লেখ করেছেন। বিজয় দিবস উপলক্ষ্যে লন্ডনে এক আলোচনা সভায় তিনি বলেন, ইনশাআল্লাহ আমি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরে যাবো। আপনাদের সঙ্গে দীর্ঘ প্রায় ১৮ বছর কাজ করেছি। আমি কোনও স্বপ্নের মধ্যে নেই। আমি পরিকল্পনার মধ্যে আছি।

একইসঙ্গে দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে কোনও ধরনের হট্টগোল সৃষ্টি না করার অনুরোধ জানান। কেউ যেন বিমানবন্দরে না যান, অনুরোধ করেন তিনি।

লন্ডনে বাংলাদেশ সময় বুধবার ১৭ ডিসেম্বর মধ্যরাতে অনুষ্ঠিত সভায় তারেক রহমান আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, দুমাস পর দেশে বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা যেমন বিএনপির দায়িত্ব, তেমনি দেশের মানুষের সামনে একটি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরাও তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

উল্লেখ্য তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। সর্বশেষ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান।

  

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন