ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮:৫৭, ১৭ ডিসেম্বর ২০২৫
ছবি :সংগৃহীত
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব ‘খুবই অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নির্বাচন নিয়ে ভারতের পরামর্শ বাংলাদেশ চায় না জানিয়ে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করেছেন উপদেষ্টা।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছে পররাষ্ট্র উপদেষ্টা।
এর আগে, বুধবার দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব খুবই অপ্রত্যাশিত। ভারতের সঙ্গে টানাপোড়েন রয়েছে। এটা মেনে নিয়েই ওয়ার্কিং রিলেশন চালিয়ে যেতে চেয়েছিল ঢাকা।’
তিনি আরও বলেন, ‘ভারতের সবশেষ বক্তব্যে নসিহত করেছে, যা ঢাকা চায় না। প্রতিবেশী দেশের নির্বাচন নিয়ে উপদেশ দরকার নেই। এটা সরকারের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গত ১৫ বছরে ভারত নিরপেক্ষ নির্বাচনের জন্য এমন নসিহত করেনি। তাহলে এখন কেন করছে?’
তৌহিদ হোসেন বলেন, ভারতের কাছে আমরা চাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন বক্তব্য দিয়ে পরিস্থিতি খারাপ না করে!
তিনি বলেন, বাংলাদেশ কখনও সন্ত্রাসবাদের আশ্রয় ছিল না, ভবিষ্যতেও হবে না। কোন রাজনীতিক সেটা বললে সেটা তার বিষয়, সরকারের অবস্থান লয়।
বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের বাংলাদেশে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, তারেক রহমান মঙ্গলবার পর্যন্ত ট্রাভেল ডকুমেন্ট চাননি।