ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

৩ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

আলজিয়ার্সে মহান বিজয় দিবস উদযাপন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০:০৫, ১৬ ডিসেম্বর ২০২৫

আলজিয়ার্সে মহান বিজয় দিবস উদযাপন

ছবি :সংগৃহীত

আলজিয়ার্স এ বাংলাদেশ দূতাবাসের  আয়োজনে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে  মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, রাজনীতিবিদসহ প্রবাসী বাংলাদেশিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে চ্যান্সারি ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে সকালে আলজিয়ার্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নাজমুল হুদা দূতাবাস প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতসহ জাতীয় পতাকা উত্তোলন করেন। 

পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাষ্ট্রদূতের সভাপতিত্বে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দূতাবাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪-এর জুলাই-আগস্ট এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের দ্রুত আরোগ্য এবং দেশের অব্যাহত শান্তি, নিরাপত্তা ও উন্নতি কামনা করে মোনাজাত করা হয়।

পরে অনুষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট অভ্যুত্থানের উপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্র “শ্রাবণ বিদ্রোহ” প্রদর্শন করা হয়।

রাষ্ট্রদূত তার বক্তব্যের শুরুতে ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪ এর জুলাই-আগস্ট  অভ্যুত্থানের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। বিজয় দিবসে প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক অভিনন্দন ও  শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ও আদর্শের পরিপূর্ণ রূপ দিতেই ২৪ এর জুলাই-আগস্টের ছাত্র জনতার গনঅভ্যুত্থান। ৭১ ও ২৪ এর শহীদ ও যোদ্ধাদের আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে আহ্বান জানান তিনি। তিনি  তাঁর বক্তব্যে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও অর্জনসমূহ তুলে ধরেন এবং উন্নয়ন
অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রবাসী বাংলাদেশীগণকে একাগ্রচিত্তে কাজ করার আহ্বান
জানান।

রাষ্ট্রদূত মোঃ নাজমুল হুদা তাঁর বক্তব্যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকারের বহুবিধ সংষ্কার কার্যক্রম তুলে ধরেন এবং এই সংষ্কার কার্যক্রমকে অব্যাহত  রাখতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রদানের সুযোগের বিষয়ে উল্লেখ করেন এবং সবাইকে নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে যথানিয়মে ভোট প্রদানের অনুরোধ করেন। আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা বলে তিনি মন্তব্য করেন ।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন