ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

৩ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা থেকে

প্রকাশ: ২০:৩৮, ১৬ ডিসেম্বর ২০২৫

হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ছবি -বাংলার চোখ

কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  উপজেলা প্রশাসনের উদ্যোগে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবিবের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের, হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধূরী, বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ মিয়া ও আবদুল করিম, মুক্তিযোদ্ধা সন্তান মো. আলমগীর সরকার, আবু রায়হান চৌধুরী, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, সাংবাদিক আবুল হক সরকার ও মো. কামাল হোসেন প্রমুখ।
এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসন, উপজেলা বিএনপি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন