ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২:৫৭, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবি :সংগৃহীত
বাংলাদেশ হাইকমিশন, প্রিটোরিয়ার উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, দক্ষিণ আফ্রিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ, সম্মানিত বিদেশি অতিথি, কূটনীতিক, ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দসহ প্রায় ২০০ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে প্রথম সচিব জনাব মোঃ তৌফিকুল ইসলাম মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন। একই ধারাবাহিকতায় দ্বিতীয় সচিব মোঃ আশরাফুল হক মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন, যেখানে মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র,উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রার বিষয়গুলো তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন অধ্যাপক আদেমোলা ওলানিরান, ডিন ও হেড অব স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড সায়েন্স, ইউনিভার্সিটি অব কওয়াজুলু-নাটাল। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, আত্মত্যাগ এবং স্বাধীনতার অর্জনের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একইসাথে তিনি জুলাই–আগস্ট ২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের কথা উল্লেখ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং এ আন্দোলনকে বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করেন।
এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম, অধ্যাপক ও হেড অব বায়োটেকনোলজি, স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড সায়েন্স। তিনি কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি এবং ভবিষ্যতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে যৌথ গবেষণা ও জ্ঞান বিনিময়ের সুযোগ নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লে রু, কেপ টাউনে অবস্থিত বাংলাদেশের সম্মানসূচক কনসাল, যিনি দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের সাথে জনগণের সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দও বক্তব্য প্রদান করেন। তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কমিউনিটির ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাইকমিশনার শাহ আহমেদ শফি। তাঁর সমাপনী বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূল্যবোধ এবং জাতির আত্মপরিচয়ের ভিত্তি হিসেবে বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও উল্লেখ করেন যে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ গভীরতর হচ্ছে এবং শিক্ষা, কৃষি, বিজ্ঞান ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য একটি সুস্বাদু ও সমৃদ্ধ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়, যেখানে অতিথিরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময়ের সুযোগ লাভ করেন।