ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২:১৪, ১১ ডিসেম্বর ২০২৫
আদিলুর রহমান খান,আসিফ নজরুল আইন,সৈয়দা রিজওয়ানা হাসান
দুইজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পদত্যাগ করার পর সরকারের তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ নতুন প্রজ্ঞাপন জারি করে উপদেষ্টাদের দপ্তর পুনঃবিন্যস্ত করেছে।
আদিলুর রহমান খান, যিনি আগে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এখন তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েরও দায়িত্ব গ্রহণ করেছেন।
সৈয়দা রিজওয়ানা হাসান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরও দায়িত্ব সামলাবেন।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) ছাত্র প্রতিনিধি উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব পদত্যাগপত্র জমা দেন। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
বর্তমানে উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা সহ ২০ জন উপদেষ্টা রয়েছেন। প্রধান উপদেষ্টা পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করছেন। প্রধান উপদেষ্টা ছাড়া অধিকাংশ উপদেষ্টা একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
গত বছর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। যেখানে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন জায়গা পান। এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণায়ের দায়িত্ব পান। পরে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টনে আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল এনসিপির দায়িত্ব নেন নাহিদ ইসলাম। এছাড়া তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম।
তফসিল ঘোষণার সম্ভাব্য সময় ঘোষণার পর থেকেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শিগগিরই পদত্যাগের ঘোষণা দেবেন এই আলোচনা চলছিল।