ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

২৯ অগ্রাহায়ণ ১৪৩২, ২২ জমাদিউস সানি ১৪৪৭

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর বিষয়ে কোনো তথ্য নেই

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫:০২, ১০ ডিসেম্বর ২০২৫

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর বিষয়ে কোনো তথ্য নেই

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফাইল ছবি

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর বিষয়ে কূটনীতিক চ্যানেলে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের আলাপকালে তিনি কথা জানিয়েছেন।


তিনি বলেন, ‘শেখ হাসিনা ইস্যুতে ভারতকে রাজি হতে হবে, নতুবা ফেরত পাঠাতে চাইতে হবে। ঢাকার ফেরত চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তবে শেখ হাসিনার তৃতীয় দেশে পাঠানোর বিষয়ে কূটনীতিক চ্যানেলে কোনো তথ্য নেই।’

উপদেষ্টা বলেন, ‘মানবাধিকার ইস্যুতে আর কোনো বিদেশি নিষেধাজ্ঞার আশঙ্কা নেই। র‌্যাব কয়েকমাসে যথেষ্ট উন্নতি করেছে, মানবাধিকার রক্ষায় সরকারের শতভাগ চেষ্টা রয়েছে।’

এ সময় ডিজেএফআই প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘ডিজেএফআইয়ের মতো সংস্থা পৃথিবীর সব দেশে আছে। জাতিসংঘের সুপারিশে তা বিলুপ্ত করার সুযোগ নেই।’

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন