ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

২৭ অগ্রাহায়ণ ১৪৩২, ২০ জমাদিউস সানি ১৪৪৭

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:৩৬, ১০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। ছবি :সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে যান তিনি।

সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে যুক্ত রয়েছেন লন্ডন ও চীন থেকে আসা চিকিৎসক দল। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় এ বিষয়ে এখনও মত দেয়নি মেডিকেল বোর্ড।

আরও পড়ুন