ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

২৭ অগ্রাহায়ণ ১৪৩২, ২০ জমাদিউস সানি ১৪৪৭

ভেন্টিলেটর সহায়তায় খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১:৫৫, ১১ ডিসেম্বর ২০২৫

ভেন্টিলেটর সহায়তায় খালেদা জিয়া

ফাইল ছবি

 বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। তাঁর ফুসফুসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গকে বিশ্রাম দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করে।

 বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে সন্ধ্যায় এক বিবৃতিতে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার হালনাগাদ শারীরিক অবস্থা তুলে ধরে জানায়, গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তাঁর স্বাস্থ্যে বেশ কয়েকটি জটিলতা ধরা পড়ে। বিশেষ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাওয়ায় শুরুতে তাকে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা ও বাইপ্যাপ মেশিন এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

 তবে অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় তাঁকে আরও উন্নত চিকিৎসা নিশ্চিতে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে স্থানান্তর করা হয় বলে মেডিকেল বোর্ড জানায়।

চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে তাঁর সার্বিক শারীরিক অগ্রগতির বিষয়ে নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন