ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

২৭ অগ্রাহায়ণ ১৪৩২, ২০ জমাদিউস সানি ১৪৪৭

পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩:৫৪, ১১ ডিসেম্বর ২০২৫

পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

ছবি :সংগৃহীত

 বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু হত্যার বিচারের দাবিতে পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা।

এ সময় বিক্ষোভকারী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘পিন্টু ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘ছাত্রনেতা পিন্টু হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

‘শহীদ পিন্টু স্মৃতি সংসদ’ এই বিক্ষোভ কর্মসূচি করছে। এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ এবং শাস্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ মে কারাবন্দী অবস্থায় ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ নাসির উদ্দিন পিন্টুর মৃত্যু হয়। রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, হাসপাতাল তাকে মৃত অবস্থায় পেয়েছে। তবে পিন্টুর পরিবার এ মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ দাবি করে। পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন নাসির উদ্দিন পিন্টু।

আরও পড়ুন