ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

২৭ অগ্রাহায়ণ ১৪৩২, ২০ জমাদিউস সানি ১৪৪৭

কারওয়ান বাজারে মুঠোফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:১৯, ১০ ডিসেম্বর ২০২৫

কারওয়ান বাজারে মুঠোফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ

ছবি :সংগৃহীত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ বেশ কয়েকটি দাবিতে দাবিতে ঢাকার কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মুঠোফোন ব্যবসায়ীরা। অবরোধের কারণে কারওয়ান বাজার এলাকায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এরপর তারা সড়কে কিছু কাঠ ও বাঁশের টুকরো জড়ো করে আগুন ধরিয়ে স্লোগান দিতে শুরু করেন। সেখানে তারা যানবাহন ভাঙচুর করছেন বলেও জানা গেছে।
অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ আলী। তিনি বলেন, মুঠোফোন ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে অবরোধ করার কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন