ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

১১ অগ্রাহায়ণ ১৪৩২, ০৪ জমাদিউস সানি ১৪৪৭

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে  

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০০:৩৮, ২৬ নভেম্বর ২০২৫

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে  

ছবি -বাংলার চোখ

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, প্রথমে ৫টা ২২ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। শুরুতে ৭টি ইউনিট সেখানে কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিট সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬টিতে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।

 রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, বস্তির ঘিঞ্জি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে কর্মীদের ব্যাপক বেগ পেতে হয়।
 
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন ভয়াবহ আকার ধারণ করায় বস্তির শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
 
তাৎক্ষণিকভাবে আগুর লাগার কারণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখার সময় রাত সাড়ে ৮টার দিকেও বস্তিতে আগুন জ্বলতে দেখা যায়।

রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানী লাগোয়া প্রায় ৯০ একর জায়গার ওপর ১০ হাজার ঘর রয়েছে এই বস্তিতে। যেখানে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
চলতি বছরের ২১ ফেব্রুয়ারি মধ্যরাতে ওই বস্তিতে লাগা আগুনে পুড়ে যায় অন্তত ডজনখানেক ঘর। গেল বছরের ২৪ মার্চ ও ১৮ ডিসেম্বরেও আগুনে পুড়ে কড়াইল বস্তি
 

আরও পড়ুন