ঢাকা, রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

২৩ অগ্রাহায়ণ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

শাহবাগে পিজি হাসপাতালে আগুন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২:৫৯, ২৬ নভেম্বর ২০২৫

শাহবাগে পিজি হাসপাতালে আগুন

সংগৃৃহীত

রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (পিজি হাসপাতাল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ ২৬ নভেম্বর বুধবার সকাল ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত নিয়ন্ত্রণে আনে। সকাল ১১টা ৩২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আগুন হাসপাতালের ‘এ’ ব্লকের তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নিকটবর্তী স্টেশনগুলো থেকে ইউনিটগুলো পাঠানো হয়।

ঘটনার সময় হাসপাতাল সংলগ্ন ফুটওভার ব্রিজের পাশ থেকে ভবনটির ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। পরে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি এবং কোনো হতাহতের খবরও নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন