ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

২৮ অগ্রাহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭

মন্দিরে পুজো দিতে গিয়ে পুরোহিত হাত মডেলের ব্লাউজের ভিতরে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:০২, ১৩ ডিসেম্বর ২০২৫

মন্দিরে পুজো দিতে গিয়ে পুরোহিত হাত মডেলের ব্লাউজের ভিতরে

ছবি :সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি মন্দিরে মডেল ও অভিনেত্রী লিশালিনি কারানানকে পুরোহিতের হাতে  যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ উঠেছে। সুন্দরী প্রতিযোগিতায় সেরা হওয়া লিশালিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা শেয়ার করে উল্লেখ করেন, মন্দিরে পুজো দিতে গিয়ে পুরোহিত তার প্রতি অশ্লীল আচরণ করেছেন।

লিশালিনি জানান, মন্দিরে পুজোর সময় পুরোহিত তাকে পবিত্র পানি ছিটিয়ে দিতে দীর্ঘ সময় অপেক্ষা করান। পরে তিনি অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন পুরোহিত তার গায়ে একটি তীব্র গন্ধযুক্ত তরল ছিটিয়ে দেন। যা ফুলের সুগন্ধযুক্ত ছিল।  এরপর পুরোহিত লিশালিনিকে তার পরনের পাঞ্জাবী স্যুট খুলতে বলেন, যা তিনি অস্বস্তির কারণে করতে পারেননি। 

তখন পুরোহিত মন্ত্রপাঠ শুরু করে আচমকাই লিশালিনির ব্লাউজের মধ্যে হাত ঢুকিয়ে নোংরা স্পর্শ করতে থাকেন এবং এটিকে আশীর্বাদের অংশ হিসেবে বোঝানোর চেষ্টা করেন। লিশালিনি তার পোস্টে উল্লেখ করেছেন, তিনি এর থেকে বড় ধরনের যৌন নির্যাতনের শিকার হয়েছেন, যা লিখতে তিনি অক্ষম।

মালয়েশিয়ার পুলিশকে এ বিষয়ে অভিযোগ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। ওই মন্দিরের প্রধান পুরোহিত অন্যত্র থাকার কারণে এই পুরোহিত অস্থায়ীভাবে পুজোর দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি পুলিশি অনুসন্ধানে রয়েছেন এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
 

আরও পড়ুন