ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

২৮ অগ্রাহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭

টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মামুন সম্পাদক মহিন 

টাঙ্গাইল  প্রতিনিধি

প্রকাশ: ০০:১৫, ১৩ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মামুন সম্পাদক মহিন 

ফাইল ছবি : সভাপতি মামুন সম্পাদক মহিন 

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম (সনদ নং ট-২৫৭৬/২০২৫)-এর পূর্বের কমেটির মেয়াদ শেষ হওয়া বিলুপ্ত করে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল এর তত্ত্বাবধানে গত ২০ অক্টোবর ২০২৫ তারিখে দুই বছর মেয়াদি নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে তালিকাভুক্ত ভোটারদের প্রত্যাক্ষ ভোটে সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক হিসেবে মহিদুল ইসলাম মোহিত নির্বাচিত হন।

এছাড়া নির্বাচনে অন্যান্যের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন,সহ-সভাপতি আবু নোমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরিদ মিয়া, কোষাধ্যক্ষ শারমিন আক্তার শিমু, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক অনিক সরকার অভি,দপ্তর ও প্রচার সম্পাদক আসাদ হোসেন,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীম আক্তার, কার্যকরী সদস্য মোহাম্মদ তারেক,বনি ইয়ামিন,মোঃবাবুল হোসেন ও বিথী আক্তার।
 

আরও পড়ুন