প্রেস ডেস্ক
প্রকাশ: ০০:১৭, ৬ জানুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
শহিদ-উজ-জামান মুক্তাকে আহ্বায়ক ও আব্দুল্লাহ আল বাকেরকে সদস্য সচিব করে জিয়া পরিষদ কর্মসংস্থান ব্যাংক কেন্দ্রীয় নতুন গঠন করা হয়েছে। সম্প্রতি জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন সহিদুজ্জামান স্বপন, মিজানুর রহমান মিজান ,মামুন হায়দার, নাসিমুল হক, তালিম হোসেন, নুরুজ্জামান, রাসেল আহমেদ ও আশরাফুজ্জামান মামুন।
সদস্যরা হলেন কামরুজ্জামান, আনোয়ার হোসেন, রুহুল আমিন, রেজাউল করিম, আনিছুর রহমান, আশরাফুল আলম, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, আব্দুল আহাদ, গাজী গোলাম শোয়েব, সাখাওয়াত হোসেন, ওবায়দুর রহমান, এএসএম সরোয়ার মোর্শেদ, জাহাঙ্গীর আলম, তোফাজ্জল হোসেন, মহসিন আলম হিরা, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, কামাল হোসেন ও ইউসুফ আলী তালুকদার।
নতুন কমিটির আহ্বায়ক ও কর্মসংস্থান ব্যাংক টাঙ্গাইল শাখায় কর্মরত শহিদ উজ জামান মুক্তা বলেন এ কমিটি আমাদের সাংগঠনিক কাজের গতিশীলতা বাড়াবে। সেইসাথে একেবারে অপরের সাথে আন্তরিকতা ও সহযোগিতা বৃদ্ধি পাবে। আমরা শহীদ জিয়ার আদর্শ অনুপ্রাণিত থেকে সবাইকে নিয়ে এগিয়ে যাব।