ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

৯ মাঘ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

ক্রস-কান্ট্রি হাইকিং অভিযান ২০২৬ উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রেস ডেস্ক

প্রকাশ: ২৩:০৬, ২২ জানুয়ারি ২০২৬

ক্রস-কান্ট্রি হাইকিং অভিযান ২০২৬ উপলক্ষে সংবাদ সম্মেলন

ছবি :সংগৃহীত

নদী ও জলবায়ু রক্ষায় চর ইটালুকান্দা (ব্রহ্মপুত্র নদ অববাহিকা) থেকে চর কুকরি-মুকরি (বঙ্গোপসাগর উপকূল): দেশব্যাপী ক্রস-কান্ট্রি হাইকিং অভিযানের ঘোষণা ।

২২ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এবং ‘বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (BMTC)’ যৌথভাবে “নদীতে প্রাণের কান্না: বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে দাঁড়াও” শীর্ষক এক বিশেষ ক্রস-কান্ট্রি হাইকিং অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

আগামী ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে এই দুঃসাহসিক অভিযান শুরু হবে। অভিযাত্রী মাসফিকুল হাসান টনি কুড়িগ্রাম জেলার রৌমারির চর ইটালুকান্দা (ব্রহ্মপুত্র নদ অববাহিকা) থেকে যাত্রা শুরু করে দীর্ঘ ৬০০ কিমি এর বেশি পথ পাড়ি দিয়ে ভোলা জেলার চরফ্যাশনের চর কুকরি-মুকরিতে (বঙ্গোপসাগর উপকূল) গিয়ে এই একক পদযাত্রা সমাপ্ত করবেন।

আমরা সবাই জানি, বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাবে উজান থেকে নেমে আসা নদীমাতৃক বাংলাদেশের সম্পূর্ন নদী-ব্যবস্থা ও নদী অববাহিকার জীবন ও জীবিকা আজ চরম নেতিবাচক প্রভাবের সম্মুখীন। কিন্তু নদ-নদী ও জলাশয় রক্ষায় তেমন কোন কার্যকর উদ্যোগ দেখাতো যায়ই না, বরং বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ জীবাশ্ম জ্বালানির বিস্তারকে তরান্বিত করতে কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকে প্রাধান্য দিয়ে অতি সম্প্রতি একটি জাতীয় পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। তাই, “নদীর অবনতি, জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানি বিস্তারের প্রতিবাদে” নদীর পাড় ধরে কুড়িগ্রামের রৌমারির চর ইটালুকান্দা থেকে ভোলার চরফ্যাশনের চর কুকরি-মুকরি অর্থাৎ ব্রহ্মপুত্র নদ অববাহিকা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ধরা ও বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের যৌথ উদ্যোগে এই ক্রস-কান্ট্রি হাইকিং অভিযাত্রা ২০২৬ আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযাত্রাপথে দেশের বিভিন্ন নদী তীরবর্তী এলাকার স্থানীয় জনপদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা পরিবেশ ও জলবায়ু বিপর্যয়ের প্রতিবাদে সংহতি প্রকাশ করবেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই হাইকিং অভিযান দেশের পরিবেশ রক্ষার আন্দোলনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

মাসফিকুল হাসান টনির এই একক যাত্রার গীয়ার পার্টনার হিসেবে রয়েছে Peak 69।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র উপদেষ্টামন্ডলীর সদস্য ড. মুজিবুর রহমান হাওলাদার এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন এভারেস্টজয়ী অভিযাত্রী ও বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (BMTC)-এর সভাপতি ইকরামুল হাসান শাকিল ওসভা মূল বক্তব্য উপস্থাপন করেন শরীফ জামিল, সদস্য সচিব, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং মাসফিকুল হাসান টনি, সদস্য, ধরা ও বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।

সভাপতিত্বের বক্তব্যে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র উপদেষ্টামন্ডলীর সদস্য ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, নদী হচ্ছে জীবন্তসত্তা। নদী রক্ষার দায়িত্ব আমাদের সকলের। নদীর অবনতি, জলবায়ু পরিবর্তন ও জ্বীবাশ্ম জ্বলানি বিস্তারের প্রতিবাদে এই একক পদযাত্রা আমাদের অনুপ্রাণিত করে। টনির এই যাত্রা নিরাপদ ও সুস্থ্যতাঁর সাথে সম্পন্ন করার জন্য প্রশাসন থেকে সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করছি।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব শরীফ জামিল বলেন, আমরা অভিযাত্রী মাসফিকুল হাসান টনির পরিবেশ রক্ষায় মানসিক অনুভূতিকে অর্থবহ করতে চাই। নদীর স্বাস্থ্য খারাপ হলে দেশের সকল স্থানের পরিবেশের স্বাস্থ্য খারাপ হবে। দেশের বর্তমানে একটা নদীর অবস্থাও ভাল নাই। তাই এই নদীর অবনতির বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা জ্বীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই। দূর্ভাগ্যজনক হলেও সত্য বিগত সরকারের এনার্জি প্লানগুলো বর্তমানেও নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা মাসফিকুল হাসান টনির এই একক অভিযাত্রায় আমাদের প্রতিবাদ স্বরুপ আমাদের স্লোগান থাকবে- ‘জনসাধারনকে না জানিয়ে কোন এনার্জি পরিকল্পনা করা যাবে না’।   

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মাসফিকুল হাসান টনি বলেন, এই ব্রহ্মপুত্র থেকে বঙ্গোপসাগর উপকূল পর্যন্ত হাইকিং করতে পারাটা আমার জন্য গর্বের। আমরা চলার পথে মানুষকে সচেতন করার চেষ্টা করি। অ্যাডভেঞ্চারের মাধ্যমে প্রকৃতিকে দেখতে চাই। নদীর অবনতি, জলবায়ু পরিবর্তন ও জ্বীবাশ্ম জ্বালনি বিস্তারের প্রতিবাদে এই যাত্রা আমাকে নতুনভাবে অনুপ্রাণীত করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (BMTC)-এর অভিযাত্রী ও প্রতিষ্ঠাতা ইনাম আল হক, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র সহ-আহবায়ক এম. এস. সিদ্দিকী, সেন্টার ফর এনার্জি রিসার্চ (CER), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর পরিচালক মো. শাহরিয়ার আহমেদ চৌধুরী, রিভারাইন পিপল-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ রোকন, Peak 69 আউটডোর এন্ড অ্যাডভেঞ্চার এর স্বত্বাধিকারী হানিয়াম মারিয়া রাকা, রিভার বাংলা এর সম্পাদক ফয়সাল আহমেদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক  মীর মোহাম্মদ আলী, বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (BMTC) এর সাধারন সম্পাদক সাদিয়া সুলতানা এবং সুন্দরবন ও উপকুল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, ওএবি ফাউন্ডেশনের সভাপতি আসাদুজ্জামান তুহিন, ব্রাইটার্স এর পরিচালক এছাড়াও সংবাদ সম্মেলনে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন