ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

২৮ পৌষ ১৪৩২, ২২ রজব ১৪৪৭

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রেস ডেস্ক

প্রকাশ: ২৩:০৪, ১১ জানুয়ারি ২০২৬

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ছবি :সংগৃহীত

১১ জানুয়ারী, রবিবার পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে বিকাল ৩ টায় ঢাকাস্থ আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা ও সম্প্রতি অনুষ্ঠানে জলবায়ু ন্যায্যতা সমাবেশ- ২০২৫ এ দায়িত্বপালনকারী সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের সনদপত্র প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও জলবায়ু ন্যায্যতা সমাবেশ- ২০২৫ এর সদস্য সচিব শরীফ জামিল আকর্ষনীয় প্রেজেন্টেশনের মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে সংগঠনটির কার্যক্রম তুলে ধরেন।

ধরা'র উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, পরিবেশ উন্নয়নের জন্য আমাদের বুঝতে হবে- নদী-নালা, খাল-বিলের মতো পাবলিক প্রোপার্টির ভাষা। এবং এসব রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কেন আমরা মাছ পাচ্ছি না, ফসল হচ্ছে না, নদীর পানি শুকিয়ে যাচ্ছে? রাষ্ট্রকেও পরিবেশ এবং জলবায়ু রক্ষায় জবাবদিহিতার আওতায় আনতে হবে। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করলে আমরা ক্ষতিগ্রস্থ হবো।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সহ-আহবায়ক, ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এর বেসরকারি উপদেষ্টা জনাব এম এস সিদ্দিকী বলেন, 'তরুণরাই পারে পরিবেশ দূষণের ভয়াবহতা থেকে রক্ষা করতে। তাই তরুণদের তৈরি হতে হবে। অনেক জানতে হবে এবং দেশের মানুষকে সচেতন করতে হবে।'

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব শরীফ জামিল বলেন, জলবায়ু ন্যায্যতা সমাবশে ২০২৩ এর ডিকলারেশনে একটি বিস্তৃত প্লাটফর্ম তৈরির দাবী ছিল। সেই দাবীর পরিপ্রেক্ষিতে বর্তমান উপদেষ্টা ও আহ্বায়ক কমিটি করে ধরা প্রতিষ্ঠিত হয়। এর কার্যক্রম ধীরে ধীরে স্থানীয় পর্যায়ে সম্প্রসারিত হয়েছে। শুধু তাই নয়, 'ধরা' দেশের বাইরেও পরিবেশ বিষয়ক কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলবায়ু ন্যায্যতা সমাবেশ- ২০২৫ এর আয়োজক কমিটি’র সম্মানিত আহবায়ক ও ধরা'র উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ড. মুজিবুর রহমান হাওলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সহ-আহবায়ক, ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এর বেসরকারি উপদেষ্টা জনাব এম এস সিদ্দিকী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন 'চুনতি রক্ষায় আমরা' এর সমন্বয়ক সানজিদা রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মীর মোহাম্মদ আলী, সদস্য, ধরা ও সহকারী অধ্যাপক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

ধরার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, দেলোয়ার হোসেন, সমন্বয়ক, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পেকুয়া। মেজবাহ উদ্দিন মান্নু, সংগঠক, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), কলাপাড়া। তোফাজ্জল সোহেল, সমন্বয়ক, হাওর রক্ষায় আমরা। জাহাঙ্গীর আলম, সমন্বয়ক, চলনবিল রক্ষায় আমরা। নিখিল চন্দ্র ভদ্র, সমন্বয়ক, উপকূল রক্ষায় আমরা। জিয়াউর রহমান, সমন্বয়ক, যমুনা রক্ষায় আমরা। আফজাল হোসেন, সমন্বয়ক, বরেন্দ্র রক্ষায় আমরা। মো. নূর আলম শেখ, সমন্বয়ক , সুন্দরবন রক্ষায় আমরা। আব্দুল করিম কিম, সদস্য, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও সমন্বয়ক, লাঠিটিলা রক্ষায় আমরা।

তরুণদের মধ্যে বক্তব্য রাখেন- তরুণ জলবায়ুকর্মী ও চেয়ার, ব্রাইটার্স, ফারিহা অমি। ইয়াশ এর অ্যালামনাই নুসরাত জাহান মৈত্রৗ। যুব পরিবেশ ও উন্নয়ন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল আউয়াল। ক্লাইমেট ফ্রন্টিয়ার"-এর  অপারেশনস লিড জুবায়ের ইসলাম। ওএবি (OAB) ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা  আসাদুজ্জামান তুহিন। মিশন গ্রিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আহসান রনি।

অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অসিত আচার্যের ভাবনা ও নির্দেশনায় “কুবের মাঝি”  মূকাভিনয় করেন শাওন মাইম একাডেমি’র চেয়ারম্যান ও আন্তর্জাতিক মূকাভিনয় শিল্পী শাহরিয়ার শাওন।
 
পাপেট শো ও গান পরিবেশন করেন টিম আরণ্যকের কথক বিশ্বাস জয়, রেজুয়ানা ইসলাম উপমা, সিথি ইস্রাফিল। এবং বগুড়া থিয়েটার হুমায়ুন আহমেদের মূল গল্প, সুপিন বর্মনের নাট্যরূপ এবং কনক কুমার পাল অলকের নির্দেশনায় নাটক 'কাঁদে ধরিত্রী'র মঞ্চাভিনয় করেন শহীদুর রহমান, সোবহানী বাপ্পী, রবিউল করিম, প্রিয়াস চন্দ্র বর্মন, বায়েজিদ নিবিড়, রাহুল স্বরণ ও অলক পাল। গান পরিবেশনা করেন বগুড়ার 'দল অন্যরকম'।

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও পরিবেশকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় সদস্য ফয়সাল আহমেদ।
 

আরও পড়ুন