স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০০:৪৯, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবি :সংগৃহীত
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বিসিবি। টুর্নামেন্টের বিসিবির পক্ষ থেকে একজন ট্রেনার জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ফিটনেস এবং ওয়ার্কলোড পর্যবেক্ষণ করবেন।
এই উদ্যোগের মাধ্যমে কোনো খেলোয়াড়ের ওয়ার্কলোড বেশি হয়ে গেলে ট্রেনারের পরামর্শে বিসিবি সেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করে বিশ্রাম দেয়ার ব্যবস্থা করবে, এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস।
বিপিএলে জাতীয় দলের ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বিশেষ উদ্যোগ
এই উদ্যোগ নিয়ে তিনি বলেন, ‘বোর্ডের একজন ট্রেনার পুরো বিপিএল কাভার করবেন। জিপিএসের মাধ্যমে জাতীয় দলের সম্ভাব্য ক্রিকেটারদের টুর্নামেন্টজুড়ে ওয়ার্কলোড ম্যানেজ হবে। ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের মাধ্যমে যদি কোনো প্লেয়ার রেড জোনে থাকে, সেইটা ওই ফ্র্যাঞ্চাইজির সাথে কমিউনিকেটেড করে দেওয়া হবে, এই ক্রিকেটারকে বিশ্রাম দিতে হবে।’
২৬ ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের আসন্ন আসরের। টুর্নামেন্ট শেষের সপ্তাহখানেক পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য উড়াল দেবেন ক্রিকেটাররা। ফলে বিশ্বকাপের আগে খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। আর জাতীয় দলের কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড় এই টুর্নামেন্টে ইনজুরিতে পড়লে বিশ্বকাপের আগে সেরে ওঠার জন্য সময়ও পাবেন না। তাই বিসিবি পক্ষ এমন উদ্যোগ নেয়া হয়েছে।
২৩ জানুয়ারি বিপিএলের পর্দা নামার দুই সপ্তাহের মধ্যে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিপিএলের পর ২-৩ দিনের একটি ক্যাম্প শেষে ২৮ জানুয়ারি ভারতের বেঙ্গালুরুতে যাবে বাংলাদেশ দল। সেখানে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা টাইগারদের।
এ প্রসঙ্গে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘বিপিএল শেষ হওয়ার পরপরই ছোট করে ঘরের মাটিতে কিছু ট্রেনিং প্রোগ্রাম হবে ২-৩ দিনের জন্য। কারণ সময় খুব কম। দল খুব সম্ভবত যদি ভুল না করে থাকি... এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে হয়তো দলটা ২৮ তারিখে চলে যাবে বেঙ্গালুরুতে।’
তিনি আরও বলেন, ‘বিপিএলে যাদের খেলা আগে শেষ হয়ে যাবে তাদেরকে নিয়ে কাজ শুরু হয়ে যাবে ফাইনাল খেলার অনেক আগে থেকেই। যারা প্লে অফে উঠবে না, তাদের মধ্যে কেউ কেউ থাকবে যারা জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়, তাদের নিয়ে আমরা কাজ করা শুরু করব।’