ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

৪ পৌষ ১৪৩২, ২৮ জমাদিউস সানি ১৪৪৭

ওসমান হাদির মৃত্যু নিয়ে যে তথ্য দিলেন ডা. আহাদ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২:৪৩, ১৮ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির মৃত্যু নিয়ে যে তথ্য দিলেন ডা. আহাদ

ওসমান হাদি। ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপারেশন শেষে তার মৃত্যুর সংবাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি এ কথা জানান।

 ডা. মো. আব্দুল আহাদ বলেন, বাংলাদেশ সময় বিকেল ৫টায় অপারেশনের জন্য হাদির পরিবার সম্মতি দেয়। তখন তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। অপারেশন শেষ হওয়ার পর আর আপডেট পাইনি। এরপর সরাসরি মৃত্যু ঘোষণার সংবাদ পাই।

আরও পড়ুন