ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

৪ পৌষ ১৪৩২, ২৮ জমাদিউস সানি ১৪৪৭

রোমে “আন্তর্জাতিক অভিবাসী দিবস” এবং “জাতীয় প্রবাসী দিবস উদযাপিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১:০৬, ১৯ ডিসেম্বর ২০২৫

রোমে “আন্তর্জাতিক অভিবাসী দিবস” এবং “জাতীয় প্রবাসী দিবস উদযাপিত

ছবি :সংগৃহীত

বাংলাদেশ দূতাবাস, রোম-এর উদ্যোগে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার যথাযোগ্য ‌মর্যাদায় “আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫” এবং “জাতীয় প্রবাসী দিবস-২০২৫” পালিত হয়। ইতালিতে বসবাসরত প্রবাসী পেশাজীবি, ব্যবসায়ী, ছাত্র, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
 
“আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫” এবং “জাতীয় প্রবাসী দিবস-২০২৫” উপলক্ষে দূতাবাসে আয়েজিত অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার বাণীসমূহ পাঠ করা হয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে প্রেরিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। 

মান্যবর রাষ্ট্রদূত “ইতালিতে বাংলাদেশীদের নিয়মিত অভিবাসন সম্প্ররারণে করণীয়” বিষয়ক প্রতিবেদন অংশগ্রহণকারীদের সামনে উপস্হাপন করেন। পরবর্তীতে আমন্ত্রিত প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিবর্গ নিয়মিত অভিবাসন, প্রবাসীদের অধিকার এবং দূতাবাসের সেবা কার্যক্রম বিষয়ে তাদের পরামর্শ এবং প্রত্যাশা তুলে ধরেন। 

দিবসটির তাৎপর্য  এবং অভিবাসনের সুযোগ, ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনার পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং পদ্ধতিতে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হওয়ার বিষয়টি আলোচনা করা হয়। পোস্টাল ভোটিং এপসে নিবন্ধন, ব্যালট প্রাপ্তি প্রক্রিয়া, ভোটদান প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে দূতাবাস হতে আলোচনার পাশাপাশি ভোটদানে প্রবাসীদের উদ্বুদ্ধ করা হয়। এ বিষয়ে দূতাবাসের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম অবহিত করা হয়।   

রাষ্ট্রদূত রকিবুল হক তাঁর বক্তব্যে জানান ইতালিতে প্রায় দুই লক্ষাধিক প্রবাসী বাংলাদেশী বসবাস করছেন এবং প্রতিবছর ১.৩ বিলিয়ন ইউএস ডলারের অধিক রেমিটেন্স প্রেরিত হচ্ছে, যা বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। ইতালিতে বাংলাদেশী কমিউনিটি দুই দেশের বন্ধুত্ব ও সামাজিক-সাংস্কৃতিক সম্পর্ককে আরও গভীর করছে। বৈধপথে রেমিটেন্স প্রেরণে ইতালিতে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন প্রবাসীদের সেবা নিশ্চিতকরণে দূতাবাস প্রতিশ্রুতিবদ্ধ। প্রবাসীদের অধিকার, মর্যাদা এবং কল্যাণ নিশ্চিতকল্পে দূতাবাস হতে গৃহীত পদক্ষেপসমূহ এবং বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের উদ্যোগ ও পরিকল্পনাসমূহ তিনি তুলে ধরেন। পরিশেষে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, বর্তমান সরকারের একটি উল্লেখযোগ্য সাফল্য উল্লেখ করে গণতান্ত্রিক উত্তরণে প্রবাসীদের সরাসরি অংশগ্রহণে সকলকে উৎসাহিত করেন।
 “আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫” এবং “জাতীয় প্রবাসী দিবস-২০২৫” উদযাপনের অংশ হিসেবে দূতাবাসে আগত প্রায় তিনশতাধিক কনস্যুলার সেবাপ্রার্থী প্রবাসী বাংলাদেশীদেরকে উন্নত সেবা এবং আপ্যায়নের ব্যবস্থা করা হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে প্রেরিত ভিডিও ডকুমেন্টারী কনস্যুলার সেবাস্থলে প্রদর্শন করা হয়। 
 

আরও পড়ুন