ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ২২:৫৭, ১৮ ডিসেম্বর ২০২৫
প্রতীকী ছবি
ঝালকাঠির রাজাপুরে সৌরবিদ্যুতের তারে গলায় ফাঁস লেগে সাফওয়ান নামে ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার বড় কৈবর্তখালি গ্রামের ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। নিতহ সাফওয়ান উপজেলার বড় কৈবর্তখালি গ্রামের ক্লাব এলাকার কভার ভ্যান চালক মানিক সিকদারের ছেলে।
পরিবার ও পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে মানিক সিকদারের ঘরে থাকা ব্যাটারিবিহীন সৌরবিদ্যুতের শিশুটির গলায় ফাঁস আটকে শ্বাসরোধে সাফওয়ানের মৃত্যু হয়। ঘটনার সময় শিশুটির মা ঘরে টেলিভিশন দেখতে ছিলেন। এ সময় সাফওয়ান ঘরেই খেলছিলো। খেলাধুলার এক পর্যায়ে ঘরের ভেতরে ঝুলে থাকা বিদ্যুৎ বিহীন সৌরবিদ্যুতের তার শিশুটির গলায় ফাঁস আটকে যায় বলে ধারণা করা হচ্ছে। এ কারণে শিশুটির পরিবারে কেউ বিষয়টি টের পাননি। পরে শিশুটিকে গলায় ফাঁস আটকা অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, সৌরবিদ্যুতের তারে গলায় ফাঁস লেগে সাফওয়ান নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ঘটনাটি দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।