ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

৪ পৌষ ১৪৩২, ২৮ জমাদিউস সানি ১৪৪৭

ঝালকাঠিতে কভার্ড ভ্যান-বাসের চাপে মোটরসাইকেল চালক নিহত

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১৯:৩৭, ১৮ ডিসেম্বর ২০২৫

ঝালকাঠিতে কভার্ড ভ্যান-বাসের চাপে মোটরসাইকেল চালক নিহত

প্রতীকী ছবি

লকাঠি বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণকাঠি এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের মাঝে পিষে মোটরসাইকেল চালক মিজান খান নিহত হয়েছেন। তার সাথে থাকা আরোহী বাদল খান গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় কাভার্ড ভ্যান ও বাস চালককে আটক করেছে পুলিশ।

নিহত মিজান মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য ছিলেন। নিহতের স্বজনরা জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা যুবদল সদস্য মিজান তার সংগঠনের সিনিয়র যুগ্ম-আহবায়ক বাদল খানকে নিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় পড়েন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে পিরোজপুরগামী কভার্ড ভ্যানের পেছনে থাকা মোটসাইকেল ভ্যানটিকে অতিক্রমকালে বিপরীতদিক থেকে আসা ধানসিড়ি পরিবহনের একটি বাসের মাঝে পিষে যায়। এসময়  দুই গাড়ির মধ্যে চাপা পড়ায় আরোহী ও মোটরসাইকেলের চালক দু’জনেই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষনা করে। আহত বাদল খানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, বৃহস্পতিবার বিকেলে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকায় কভার্ডভ্যান ও বাসের মধ্যে চাপা পড়ে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। চালকসহ গাড়ি দুটিকে আটক করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন