ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

৪ পৌষ ১৪৩২, ২৮ জমাদিউস সানি ১৪৪৭

রোগীদের জন্য নভো নরডিস্ক ও আরোগ্য লিমিটেডের সমঝোতা চুক্তি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১:২৬, ১৯ ডিসেম্বর ২০২৫

রোগীদের জন্য নভো নরডিস্ক ও আরোগ্য লিমিটেডের সমঝোতা চুক্তি

ছবি :সংগৃহীত

ডিজিটাল চ্যানেলের মাধ্যমে ডায়াবেটিস রোগীদের জন্য সেবা সহজ ও সুবিধাজনক করতে নভো একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে নরডিস্ক ফার্মা পিভিটি লিমিটেড এবং আরোগ্য লিমিটেড। পাশাপাশি, এ চুক্তির ফলে রোগীদের জন্য ডিজিটাল মাধ্যমে নভো নরডিস্কের আসল পণ্য পাওয়া আরও সহজ হবে।

এই অংশীদারিত্বের আওতায়, ঢাকা শহরের ভেতরে নভো নরডিস্কের পণ্যের অনলাইন অর্ডার ও ডেলিভারি সেবা প্রদান করবে আরোগ্য। ডেলিভারির ক্ষেত্রে কোল্ড-চেইন ব্যবস্থার মানদণ্ডকে যথাযথভাবে অনুসরণ করা হবে। পাশাপাশি, পণ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কিউআর কোডযুক্ত নির্দেশিকা দেওয়া হবে।

প্রযুক্তি ও সহজলভ্যতাকে একত্রিত করে এই উদ্যোগ পণ্যের যথাযথ মান নিশ্চিতের পাশাপাশি দেশে রোগী-কেন্দ্রিক উদ্ভাবনে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।

অনুষ্ঠানে নভো নরডিস্কের পক্ষ থেকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ রিয়াদ মামুন প্রধানী এবং ক্লিনিক্যাল, মেডিক্যাল ও রেগুলেটরি বিভাগের পরিচালক ডা. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।আরোগ্য লিমিটেডের পক্ষ থেকে প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রোজিনা মজুমদার এবং সহ-প্রতিষ্ঠাতা ও সিএসও ইয়াওয়ার মেহবুব উপস্থিত ছিলেন।

নভো নরডিস্ক ফার্মা (প্রাইভেট) লিমিটেড:
ডায়াবেটিস সেবায় বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নভো নরডিস্ক গত ৬৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ডায়াবেটিস প্রতিরোধের লক্ষ্যে অঙ্গীকারতবদ্ধ প্রতিষ্ঠানটি সারা দেশে ধারাবাহিকভাবে সচেতনতা বৃদ্ধি, অ্যাডভোকেসি এবং চিকিৎসা সেবা সহজলভ্য করার  বিভিন্ন উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছে।
 

আরোগ্য লিমিটেড:
আরোগ্য লিমিটেড একটি শীর্ষস্থানীয় বাংলাদেশি অনলাইন স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম এবং দেশের সর্ববৃহৎ অনলাইন ফার্মেসি। ২০২০ সালে যাত্রা শুরুর পর থেকে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে আরোগ্য তাদের ডিজিটাল সল্যুশনের মাধ্যমে সরাসরি ভোক্তাদের দোরগোড়ায় ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য পৌঁছে দিচ্ছে।

আরও পড়ুন