ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬:৫৭, ১৮ ডিসেম্বর ২০২৫
.
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি এবং দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত বিদেশি মিশনের প্রধানদের অবহিত করেছে সরকার। এ সময় বিদেশি দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়েও আশ্বস্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক বৈঠকে বিদেশি মিশনের প্রধানদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশন যে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে, ব্রিফিংয়ে সেটি বিশেষভাবে জানানো হয়েছে। একই সঙ্গে তাদের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে আমন্ত্রণ জানানো হয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, সশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জননিরাপত্তা রক্ষায় সদাসতর্ক এবং সচেষ্ট রয়েছে। এ প্রসঙ্গে বিদেশি দূতাবাসগুলোকে তাদের নিজস্ব নিরাপত্তার ব্যাপারেও সরকারের পক্ষ থেকে পূর্ণ নিশ্চয়তা প্রদান করা হয়। আয়োজিত এই গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে ঢাকার বিভিন্ন দূতাবাসের প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।