চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩:১১, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবি -বাংলার চোখ
চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি আঞ্চলিক সড়কে পুলিশি অস্থায়ী চেকপোস্ট এড়িয়ে পালানোর সময় চাঁপাই-সোনামসজিদ মহাসড়কে ট্রাক চাপায় দুই তরুনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শহরের সার্কিট হাউস মোড়ে এই দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ফলে মহাসড়কের উভয় দিকে ১ কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। আটকা পড়ে কয়েকশত পণ্যবাহী ট্রাক।
নিহত দুই তরুন পৌর এলাকার পোলাডাঙ্গা পচাপুকুর মহল্লার শাহ আলমের ছেলে রিফাত আলী (১৭) ও জোড়বাগান মহল্লার আশরাফুল ইসলামের ছেলে সোহাগ আলী (১৮)।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, পৌর এলাকার সার্কিট হাউস মোড় সংলগ্ন আঞ্চলিক রাস্তায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিল ট্রাফিক পুলিশের কয়েকজন সদস্য। এ সময় রিফাত ও সোহাগ চেকপোস্ট এড়িয়ে মটরসাইকেল যোগে পালিয়ে যাবার চেষ্টা করে আঞ্চলিক রাস্তা পেরিয়ে চাঁপাই-সোনামসজিদ মহাসড়কে উঠতে গেলে মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় মহাসড়কে চলমান পণ্যবাহি একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন রিফাত। পরে গুরুতর আহত অবস্থায় সোহাগকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।
এদিকে সড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয় দিকে সোনামসজিদ থেকে ছেড়ে আসা শতশত পণ্যবাহি ট্রাক আটকা পড়ে। আটকা পড়ে ছোটছোট যানবাহন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ট্রাক চাপায় দুই মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এনিয়ে তদন্ত কাজ শুরু হয়েছে। তদন্তে পুলিশ সদস্যদের কোন গাফেলতি পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।