প্র্রতিনিধি
প্রকাশ: ১৯:৩২, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবি :সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয়দের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাহিদ।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন বাংলাদেশি নাগরিক দমদমা ১২৬০ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতীয় খাসিয়ারা গুলি ছোঁড়ে। এতে আশিকুর ও মোশাহিদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে নিহতের মরদেহ উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।