ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২:১০, ১৯ ডিসেম্বর ২০২৫
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক। ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক। সেই সঙ্গে এ ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আল জাজিরা।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে তুর্ক বলেন, আমি হাদিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হামলার বিষয়ে কর্তৃপক্ষকে দ্রুত, পক্ষপাতহীন, গভীর ও স্বচ্ছ তদন্ত করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
ভলকার তুর্ক আরও বলেন, মানবাধিকার রক্ষার স্বার্থে এমন সহিংস ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হাদির মৃত্যুর পর বাংলাদেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। কিছু ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এবং বেশ কয়েকজন সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়া যায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশের কর্তৃপক্ষকে অস্থিরতা রোধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সাংবাদিকদের নিরাপত্তার অধিকার সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান।
সূত্র: আল জাজিরা