ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

৫ পৌষ ১৪৩২, ২৮ জমাদিউস সানি ১৪৪৭

বিপ্লবী হাদি বেঁচে থাকবেন গণমানুষের মনিকোঠায় : বাংলাদেশ ন্যাপ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১:২৪, ১৯ ডিসেম্বর ২০২৫

বিপ্লবী হাদি বেঁচে থাকবেন গণমানুষের মনিকোঠায় : বাংলাদেশ ন্যাপ

ফাইল ছবি

‘জুলাই গণ-অভ্যুত্থানের বীর সেনানী শরীফ ওসমান হাদির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন’ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র শীর্ষ নেতৃদ্বয় বলেন, ‘বিপ্লবীদের মৃত্যু নাই, বিপ্লবীরা বেঁচে থাকে, যুগ যুগান্তরে। আকাশের নক্ষত্র হয়ে। পথ প্রদর্শক হিসেবে। ওসমান হাদি বেঁচে থাকবেন আগামী দিনের গণমানুষের মনি কোঠায়।’

শুক্রবার (১৯ ডিসেম্বর)  গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

তারা বলেন, ‘যখনই গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে উঠবে তখনই হাদির সংগ্রামী জীবন ও আত্মত্যাগ আমাদের আলো দেখাবে, সঠিক পথের সন্ধ্যান দিবে। ওসমান হাদির হত্যাকারীদের এখন পর্যন্ত গ্রেফতার করতে না পারা বর্তমান সরকারের চরম গাফিলতি ও ব্যার্থতার প্রমান বহন করে। একজন বিপ্লবী ও সংসদ সদস্য পদপ্রার্থীর জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার একটি সুষ্ঠু ও গস্খহনযোগ্য নির্বাচনের আয়োজন করতে সক্ষম হবে বলে দেশবাসী বিশ্বাস করতে পারছে না।’

নেতৃদ্বয় বলেন, ‘হাদির শাহাদাতের মধ্য দিয়ে আমরা শুধু একজন মানুষকে হারাইনি, হারিয়েছি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এক অদম্য কণ্ঠ, হারিয়েছি মাথা নত না করা এক সংগ্রামী সৈনিক, হারিয়েছি ইনকিলাবের এক জীবন্ত প্রতীককে। যে মানুষটি ভয়কে অগ্রাহ্য করে সত্য বলেছিলেন, যে মানুষটি তরুণদের চোখে স্বপ্ন আর হাতে প্রতিবাদের পতাকা তুলে দিয়েছিলেন। কিন্তু ইতিহাস সাক্ষী, সংগ্রামী মানুষরা কখনো মরেন না, তাঁরা রক্ত হয়ে ছড়িয়ে পড়েন আদর্শের মাটিতে, আর সেই মাটি থেকেই জন্ম নেয় নতুন নতুন প্রতিরোধ।’

তারা বলেন, ‘ওসমান হাদির আত্মত্যাগ তখনই সফল হবে যখন নয়া রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন সম্ভব হবে। আধিপত্যবাদ ও সামরাজ্যবাদ বিরোধী লড়াইয়ে চূড়ান্ত বিজয় হবে আমাদের। ওসমান হাদির অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে নয়া রাজনৈতিক বন্দোবস্ত গড়বার শপথ নিতে হবে জাতিকে। শুধুই ক্ষমতার পালাবদল নয়, দেশ ও জাতির কল্যানে সংস্কার বাস্তবায়নের সংগ্রামে বিজয়ী হতে হবে।’

 

আরও পড়ুন