ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

৫ পৌষ ১৪৩২, ২৮ জমাদিউস সানি ১৪৪৭

হাদির দেখভাল করতে সিঙ্গাপুর গেছেন পররাষ্ট্র কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮:৫৩, ১৮ ডিসেম্বর ২০২৫

হাদির দেখভাল করতে সিঙ্গাপুর গেছেন পররাষ্ট্র কর্মকর্তা

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে হাদির চিকিৎসার সার্বিক তদারকির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে হাদির বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা করা হয়। বর্তমানে হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার উন্নত চিকিৎসার বিষয়টি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বৈঠকে জানানো হয়, হাদির চিকিৎসার বিষয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান নিয়মিতভাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং সর্বশেষ খবরাখবর জানাচ্ছেন। হাদির চিকিৎসার সার্বিক তদারকি নিশ্চিত করতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল বুধবারই সিঙ্গাপুরে পৌঁছেছেন। তিনি সেখানে সরাসরি উপস্থিত থেকে হাদির চিকিৎসার দেখভাল করছেন। প্রয়োজনীয় সমন্বয় সাধন করছেন।

উপদেষ্টা পরিষদের বৈঠকে শরিফ ওসমান হাদিকে গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী প্রাণশক্তি হিসেবে উল্লেখ করে তার দ্রুত আরোগ্য কামনায় সরকারের সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার সুচিকিৎসার জন্য আন্তর্জাতিক পর্যায়ে সম্ভাব্য সকল ধরনের যোগাযোগ ও প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে।

আরও পড়ুন