ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

৭ পৌষ ১৪৩২, ০২ রজব ১৪৪৭

জাহানারার অভিযোগ তদন্তে কমিটি আরও সময় চায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১:৫৬, ২২ ডিসেম্বর ২০২৫

জাহানারার অভিযোগ তদন্তে কমিটি আরও সময় চায়

ছবি :সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক-ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার পর স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল। জাহানারার অভিযোগের তদন্তের জন্য গঠিত স্বাধীন ওই কমিটি তদন্তের স্বার্থে আরও সময় চায়।

রোববার বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমন খবর জানানো হয়েছে। নির্ভুল তদন্তের জন্য কমিটি ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে। ওই সময়ের পর তদন্তের প্রতিবেদন জমা দিবেন তারা।

বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানাতে চায়, অভিযোগকারী জাহানারা আলমের কাছ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার পর মেয়েদের ক্রিকেটে অসদাচরণের অভিযোগ তদন্তের জন্য বিসিবি কর্তৃক গঠিত স্বাধীন তদন্ত কমিটি তাদের দায়িত্ব অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছে।’

‘তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে কমিটি ইতিমধ্যেই বিষয়টির সাথে সম্পর্কিত বেশ কয়েকজন ব্যক্তির বক্তব্য রেকর্ড করেছে। একটি পূর্ণাঙ্গ, সুষ্ঠু এবং সঠিক তদন্ত নিশ্চিত করার স্বার্থে, কমিটি অতিরিক্ত ব্যক্তিদের সাথে কথা বলার এবং আরও তথ্য পরীক্ষা করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে।’

‘সেই অনুযায়ী কমিটি তাদের কাজ সম্পন্ন করার এবং বোর্ডের কাছে তাদের অনুসন্ধান জমা দেওয়ার জন্য ৩১ জানুয়ারী ২০২৬ পর্যন্ত সময় বাড়ানোর অনুরোধ করেছে।’

 

আরও পড়ুন