ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

৯ পৌষ ১৪৩২, ০৩ রজব ১৪৪৭

হোমনায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ আটক 8

মোর্শেদুল ইসলাম শাজু,হোমনা থেকে

প্রকাশ: ০০:২৮, ২৪ ডিসেম্বর ২০২৫

হোমনায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ আটক 8

ছবি -বাংলার চোখ

কুমিল্লার হোমনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় ৪ বোতল ফেনসিডিল, ২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মেহেদী মাহমুদ ওরফে পিয়ার (৩০), নুরুজ্জামান ওরফে বাবু (২৬), আনিছ (৩৯) এবং সুমন (৪০)।
মঙ্গলবার ভোররাতে মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

এ ঘটনায় হোমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে ইন্সপেক্টর (তদন্ত) দিনেশ চন্দ্র দাস জানান, যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন