বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:২৮, ১৫ জানুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
চলচ্চিত্রের শুটিং সেট থেকে অভিনেত্রী পূজা চেরির একটি ভিডিও ফাঁস হয়েছে, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘গায়ে হলুদ’ অনুষ্ঠানের দৃশ্য ধারণ করা ওই ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে।
প্রায় ১৬ সেকেন্ডের ভিডিওটিতে নাচ-গানে মেতে উঠতে দেখা যায় পূজা চেরিকে। হলুদ শাড়ি পরিহিত অভিনেত্রীর লুক মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের দৃষ্টি কেড়েছে। ভিডিওর মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসাচ্ছেন তার ভক্তরা।
ভিডিওর শুরুতেই দেখা যায়, চারদিক থেকে পূজাকে ঘিরে রেখেছেন অনেকে। মাঝখানে তিনি নাচছেন, এরপর দেখা যায় সাজানো বিয়েবাড়ির পরিবেশ। জানা গেছে, পাবনার ভাঙ্গুড়ায় ‘দম’ সিনেমার শুটিং চলাকালে গোপনে ধারণ করা হয় ভিডিওটি, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শুটিং চলাকালে সেখানে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। ধারণা করা হচ্ছে, সেই ভিড়ের মধ্য থেকেই কেউ ভিডিওটি ধারণ করে ফাঁস করেছেন। শুটিং সেটের ভিডিও এভাবে ছড়িয়ে পড়া নিয়ে প্রশ্ন উঠলেও দর্শকদের আগ্রহ যে তুঙ্গে, তা ভাইরাল ভিডিওতে পাওয়া প্রতিক্রিয়াতেই স্পষ্ট।
‘দম’ সিনেমা নিয়ে দর্শকদের উত্তেজনার কারণও কম নয়। টানটান অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর এ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে দুই শক্তিশালী অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে। এ ছবির মাধ্যমেই বড় পর্দায় প্রথমবার জুটি বেঁধেছেন নিশো ও পূজা চেরি।
আরও একটি চমক হলো প্রায় এক দশক পর সিনেমায় ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর। সব মিলিয়ে বড় বাজেটের এই সিনেমাটি মুক্তির পর ভালো সাড়া ফেলবে বলেই প্রত্যাশা করছেন সিনেমাপ্রেমীরা।